মেসার্স কি? ট্রেডার্স কি? এন্টারপ্রাইজ কি ? ব্রাদার্স কি?
মেসার্স (Messrs)
মেসার্স (Messrs) ফরাসি Messieurs থেকে এসেছে), যা হলো মিস্টার(Mr)এর বহুবচন।
কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের পার্টনার যদি একাধিক ব্যক্তি হন বা একই পরিবারের ভাইয়েরা বা বাবা ও ছেলে হন তবে একাধিক মালিকানা বোঝাতে মেসার্স লেখা হয়।
যেমন মেসার্স রাজ এন্ড রাজ
মেসার্স নীলমণি বণিক এন্ড সনস।
মেসার্স দাস ব্রাদার্স। ইত্যাদি।
ট্রেডার্স ( Traders)
ইংরেজি Trade শব্দের অর্থ ব্যবসা।
আর Trader অর্থ ব্যবসায়ী।
Trader এর বহুবচন হলো ট্রেডার্স(Traders), অর্থাৎ ট্রেডার্স শব্দের অর্থ ব্যবসায়ীগণ।
যখন একাধিক ব্যক্তির সমন্বয়ে একটি প্রতিষ্ঠান গড়ে উঠে, যারা নিজেরা ওই প্রতিষ্ঠানের পক্ষে থেকে অন্য প্রতিষ্ঠানের পণ্য কিনে এবং বিক্রি করপ, সেসব প্রতিষ্ঠানকে ট্রেডার্স বলে।
এন্টারপ্রাইজ (Enterprise)
এন্টারপ্রাইজ শব্দের অর্থ 'উদ্যোগ'। কোনো ব্যবসায় সংগঠন চালানো এবং ঝুঁকি নেওয়াকে এন্টারপ্রাইজ বলে। প্রকৃতপক্ষে এন্টারপ্রাইজ এক ধরনের উচ্চাভিলাষী ব্যবসায়িক প্রতিষ্ঠান।
ব্রাদার্স (Brothers)
ব্রাদার্স বলতে পেশা বা সমিতিভুক্ত ব্যক্তিবর্গ বুঝায়। যেমন কাজল এন্ড ব্রাদার্স।
#মেসার্স #traders #ট্রেডার্স #Messrs #Enterprise #এন্টারপ্রাইজ #brothers #ব্রাদার্স #gk #knowledge #question
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন